RECENT ANS এ আপনাকে স্বাগতম! আমাদের এখানে আপনি প্রশ্ন করতে পারবেন পাশাপাশি যে কোনো প্রশ্নের উত্তর জানতে পারবেন। তাই আমাদের সাইটে নিয়মিত বিজিট করেন আর RECENT ANS এর সাথে থাকুন।
in ইসলাম ও নৈতিক শিক্ষা by (247 points)
সূরা আনফালের এক নাম্বার আয়াতের সংক্ষিপ্ত তাফসির করেন?

1 Answer

0 like 0 dislike
by (2,737 points)

সূরা আনফালের এক নং আয়াতের তাফসীর নিচে বর্ণনা করা হলোঃ

  • প্রদত্ত আয়াতে মহান আল্লাহ তা'আলা তাঁর রাসূলের উদ্দেশ্য করে বলেছেন। হে নবী! আপনাকে লোকেরা গণিমতের মাল সম্পর্কে জিজ্ঞেস করে, আপনি বলে দিন। যুদ্ধলব্ধ সম্পদের মালিকানা আল্লাহর ও রাসুলের। একমাত্র আল্লাহও তাঁর রাসূলের কর্তৃত্ব অন্য কেউ নয়। 


  • এখানে আনফাল শব্দটি নফল শব্দের বহুবচন, যার অর্থ হলো গণিমতের মাল বা যুদ্ধেঅর্জিত সম্পদ। এর আভিধানিক অর্থ অনুগ্রহ ও দান। যেহেতু গণিমতের মাল মহান আল্লাহর অনুগ্রহের ফল, তাই একে নফল বলা হয়।


  • আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেছেন, (নফল) হলাে ঐ গণিমতের মাল, যা যুদ্ধে ছিনিয়ে নেয়া হয়। আর ইমাম কোনাে কোনাে লােককে মূল গণিমত বণ্টনের পরে আরও কিছু বেশি প্রদান করেন। অধিকাংশ ফকীহও আনফালের ভাবার্থ এটাই গ্রহণ করেছেন। গণিমতের মাল যেহেতু মহান আল্লাহর অনুগ্রহ ও দান, সেহেতু রাসূলুল্লাহ (সা.) মহান আল্লাহর বিধান অনুুসারে তা তােমাদের মাঝে বণ্টন করবেন। তাই গণিমতের মাল বণ্টনকে কেন্দ্র করে তােমরা পরস্পর বগড়া বিবাদে লিপ্ত হয়ো না এবং বিশৃঙ্খলা সৃষ্টি করাে না, বরং তােমরা এ ব্যাপারে আল্লাহকে ভয় কর এবং তােমাদের পারস্পরিক সম্পর্কের উন্নতি সাধন কর। যদি তােমরা মুমিন হয়ে থাক, তবে গণিতের মালের বন্টনের ব্যাপারে তােমরা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য কর। আল্লাহর রাসুল আল্লাহর বিধান অনুসারে যেভাবে গণিমতের মাল বণ্টন করে, তােমরা তাতেই সন্তুষ্ট থাক। কেননা, আল্লাহ ও তাঁর রাসূলের কর্মপ্রক্রিয়ায় সস্তুষ্ট ও অনুগত থাকা মুমিনদের কর্তব্য।


  • মন্তব্যঃ পরিশেষে বলা যায় যে, গণিমত বা যুদ্ধলব্দ সম্পদ মহান আল্লাহ ও তাঁর রাসূলের বিধান অনুসারে বণ্টন করতে হবে এবং এতে কোনাে প্রকার মতবিরােধ করা যাবে না। এ ব্যাপারে আল্লাহ ও তার রাসূলের প্রতি আনুগত্য প্রদর্শন করতে হবে।
...